করিমগঞ্জের কানিশাইলে গুদামঘরে অভিযান, বাজেয়াপ্ত গণ বণ্টনের চাল

বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : করিমগঞ্জ কানিশাইল এলাকা থেকে খাদ্য সরবরাহ বিভাগের চাল উদ্ধার হল। জনসাধারণের বিতরণের জন্য বরাদ্দ হওয়া চাল রাজা ব্রিস্ক কোম্পানির গুদাম থেকে ৮০০ বস্তার বেশি চাল উদ্ধার করা হয়েছে। গুদামটি ভাড়া নেন রিপন আহমেদ ও আব্দুল হাসিম নামে দুই ব্যক্তি। একজনের বাড়ি পোয়ামারা অন্যজন কানিশাইলের বাসিন্দা। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় সরবরাহ বিভাগ। উদ্ধার করা হয় কুইন্টাল কুইন্টাল চাল। সরবরাহ বিভাগ ইতিমধ্যে চাল বাজেয়াপ্ত করে আইনি প্রক্রিয়া শুরু করেছে। বুধবার রাতেই গুদামঘরটি সিল করেছেন আধিকারিকরা।

করিমগঞ্জের কানিশাইলে গুদামঘরে অভিযান, বাজেয়াপ্ত গণ বণ্টনের চাল

গণবণ্টনের চাল পাচারে বরাক উপত্যকায় একটি বড় চক্র সক্রিয় রয়েছে। যারা সরবরাহ বিভাগের চাল মিজোরামে পাচার করছে। বিভিন্ন সময়ে সরবরাহ বিভাগের অভিযানে বিনামূল্যের চাল বাজেয়াপ্তের পর সরবরাহকারীরা কীভাবে বিনামূল্যের চাল সংগ্রহ করতে পারছেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *