করিমগঞ্জেও সাত দফা দবিতে আমসু-র ধরনা, নিয়োগ পরীক্ষার কেন্দ্রের দাবি

বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জেও দ্রব্য মূল্য বৃদ্ধি রোধ সহ সাত দফা দাবিতে ধরনা প্রদর্শন করল সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন (আমসু)। মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জেলাশাসকের কার্যালয়ের সামনে আমসু-র করিমগঞ্জ জেলার কর্মকর্তারা ধরনা প্রদর্শন করেন। ধরনা করিমগঞ্জে তৃতীয় শ্রেণির নিয়োগের পরীক্ষা কেন্দ্র দেওয়া, উচ্ছেদ হওয়া পরিবার গুলোকে পুনঃসংস্থাপন দেওয়া ইত‍্যাদি  স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেন।

করিমগঞ্জেও সাত দফা দবিতে আমসু-র ধরনা, নিয়োগ পরীক্ষার কেন্দ্রের দাবি

ধরনা চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে সভাপতি আসাদ উদ্দিন লস্কর বলেন, আজকের এই ধরনা শুধুমাত্র অনুসূচনা। যদি অসম সরকার আগামী দিনে বারবার এভাবে করিমগঞ্জ জেলাকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয় তাহলে আমসু গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবে বলে সাফ জানিয়ে দেন। এ দিন ধরনা শেষে জেলাশাসক মৃদুল যাদবের মারফতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে একটি স্মারকপত্র প্রদান করেন আমসুর কর্মকর্তারা। এদিনের কার্রসূচীতে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদ ইকবাল হোসেন, মাহমুদ হোসেন, আফজল হোসেন, আলি আজগর, লুকমান হোসেন, হোসেন আহমদ, জুবাইর আহমদ প্রমুখ।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *