করিমগঞ্জেও শুরু হল শিবদাস ঘোষের জন্মশতবর্ষ অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ৫ আগস্ট : মার্কসবাদী চিন্তানায়ক এসইউসিআই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের জন্মশতবর্ষের অনুষ্ঠান দেশের অন্যান্য জায়গার সঙ্গে করিমগঞ্জেও সূচনা হয়। শুক্রবার সকাল ৯ টায় রক্ত পতাকা উত্তোলন করেন দলের জেলা কমিটির সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য। পতাকা উত্তোলনের পর দলের করিমগঞ্জ জেলা কমিটির  প্রবীণ সদস্য পরিমল চক্রবর্তী  শিবদাস ঘোষের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সঙ্গে সঙ্গে দলের ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও-র পক্ষ থেকে গার্ড অফ অনার জানানো হয়। তারপর দলের সঙ্গীত গোষ্ঠী শিবদাস ঘোষের উপর রচিত সঙ্গীত পরিবেশন করেন।

করিমগঞ্জেও শুরু হল শিবদাস ঘোষের জন্মশতবর্ষ অনুষ্ঠান
রক্ত পতাকা উত্তোলন করছেন জেলা সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য।

এ দিন জন্মশতবর্ষের সূচনা অনুষ্ঠানে দলের অনেক কর্মী সমর্থক এবং দরদীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম সতীনাথ ভট্টাচার্য, অসীম দাস পুরকায়স্থ, দুর্গাপদ দেশমুখ, নৃপেশ দাস প্রমুখ। এছাড়াও দলের জেলা কমিটির সদস্যবৃন্দ তুষার দাস, বিষ্ণু দত্ত  পুরকায়স্থ, পিকলু দাস দে, অলোক চৌধুরী, দেবব্রত শুক্ল, শরদিন্দু দত্তচৌধুরী, আব্দুল মান্নান ও নীলোৎপল চক্রবর্তী প্রমুখ।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *