কবির আহমেদের পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঁকি মারছে

বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : করিমগঞ্জ জেলা কংগ্রেসের মাইনোরেটি বিভাগের চেয়ারম্যান কবির আহমেদ পদত্যাগ নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। ব্যক্তিগত সমস্যা দেখিয়ে পদত্যাগ করেন করেন কবির। কবির যদি দলত্যাগ করেন তাহলে কংগ্রেস ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। যুব নেতা কবির আহমেদ দীর্ঘদিন থেকে কংগ্রেস দলের সঙ্গে জড়িত এবং তিনি নিষ্ঠার সঙ্গে দলের বিভিন্ন পদে গুরুদায়িত্ব পালন করে আসছিলেন।

তার পরিচিত ও রাজনীতি বিচক্ষনতা দেখে বিগত বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে তাকে জেলা কংগ্রেসের মাইনোরিটি সেলের চেয়ারম্যান পদে নিযুক্ত দেওয়া হয়। এতে তার নেতৃত্ব পাথারকান্দি কংগ্রেসের গতি অনেকটা বেড়ে গিয়েছিল। তখন কবিরের নিযুক্তিতে শাসক দলের প্রার্থী তথা বর্তামান বিধায়ক কৃষ্ণেন্দু পালকে অনেকটা বেকায়দায় ফেলে দিয়ে ছিলেন কবির আহমেদ। হঠাৎ করে কবির আহমেদের পদত্যাগ করা নিয়ে জেলার রাজনৈতিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, পাথারকান্দি।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *