এমকে গান্ধী কলেজে সন্তোষজনক ফলাফল, খুশি অধ্যক্ষ

বরাক তরঙ্গ, ২৭ জুন : উচ্চ মাধ্যমিকে নজরকাড়া সাফল্য অর্জন করল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমকে গান্ধী কলেজ। সন্তোষ প্রকাশ কলেজের অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরীর। কলেজে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল ২৩০ জন পরীক্ষার্থী, এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ২২২ জন শিক্ষার্থী। প্রথম বিভাগে ৫১ জন, দ্বিতীয় বিভাগে ৯৯ জন ও তৃতীয় বিভাগে ৭২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। লেটার মার্কস ৭৫-টি সহ ৮-টি  স্টার মার্কস অর্জন করতে সক্ষম হয়েছে  শিক্ষা প্রতিষ্ঠান। পাশের হার ৯৬.৫২ শতাংশ।

এদিন কলেজ অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী বলেন, সব শিক্ষক শিক্ষিকা সহ আমরা সর্বদা শিক্ষার্থীদের ভালো দিকনির্দেশনা দিয়ে থাকেন এখানে অধ্যায়নরত ছাত্রছাত্রীদের বাইরে কোন টিউশন নিতে হয় না বলে সাফ জানান অধ্যক্ষ। তিনি বলেন যদিও আমাদের আরেকটু ভালো ফলাফলের আশা ছিল কিন্তু তা হয়নি, তবে এই ফলাফলে আমরা কলেজ কর্তৃপক্ষ সহ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক মণ্ডলী বেজায় খুশি। গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা এই কলেজে বেশিরভাগই, তাই গ্রামের আনাচে কানাচে জলবন্দি হয়ে থাকার দরুন কলেজে সকল ছাত্রছাত্রী আসতে পারেননি। তদুপরিও জীবনের ঝুঁকি নিয়ে অনেক শিক্ষার্থীরা কলেজে এসেছেন। আনন্দে উৎফুল্লিত হয়ে উঠে এদিন কলেজ চত্বর। অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *