এবিভিপির আন্দোলনে উত্তাল জিসি কলেজ

বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর : শিলচর জিসি কলেজের ছাত্র ছাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হল ছাত্র সংগঠন এবিভিপি। সোমবার কলেজে এক প্রতিবাদী কার্যসূচি পালন করেন কলেজ পড়ুয়া সহ সংগঠনের কর্মকর্তারা। সংগঠনের কর্মকর্তারা জানান, গত ২৪ নভেম্বর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের গুরুচরণ কলেজ শাখার পক্ষ থেকে কলেজের ছাত্র মজলিস নির্বাচন, পানীয় জলের সমস্যা, ল্যাবরেটরির বিভিন্ন সমস্যা ইত্যাদি সমস্যাগুলো সমাধানের দাবি জানিয়ে এক সপ্তাহের সময়সীমা বেধে অধ্যক্ষের কাছে এক স্মারকপত্র প্রদান করে। কিন্তু প্রায় একমাস অতিক্রান্ত হওয়ার পরও কলেজ কর্তৃপক্ষ কোন ধরনের পদক্ষেপ নেয়নি। এতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ গুরুচরণ কলেজ শাখা কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে অধ্যক্ষের কক্ষের সামনে প্রতিবাদ কর্মসূচী পালন করেন। আগামী দুই দিনের মধ্যে যদি সমস্যাগুলো সমাধানের জন্য কলেজ কর্তৃপক্ষ যদি কোন পদক্ষেপ না নেয় তাহলে বৃহত্তর ছাত্র আন্দোলনে নামতে বাধ্য হবে বিদ্যার্থী পরিষদ এ কথা পরিস্কার জানিয়ে দেন এবিভিপি গুরুচরণ কলেজ শাখার সভাপতি তথা শিলচর শাখার সহ সম্পাদক রোহিত।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *