এবার অ্যাম্বুলেন্সের ভুমিকায় বুলডোজার, প্রসূতি মহিলাকে হাসপাতালে নিয়ে গেল

২৫ আগস্ট : চলতি বছরে বুলডোজার দেশজুড়ে চর্চায় ছিল। কখনও খলনায়ক ভুমিকায় আবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন চড়া নিয়ে। এবার দেখা গেল সেবার কাজে। অ্যাম্বুলেন্সের ভুমিকায় বুলডোজার।  মধ্যপ্রদেশের নীমচ জেলার ঘটনা। বন্যার কবলে গ্রামটি। জরুরী প্রয়োজনে গ্রামে অ্যাম্বুল্যান্স প্রবেশ করার মতো পরিস্থিতিও নেই। বাধ্য হয়েই বুলডোজার এনে প্রসূতিকে হাসপাতালে পাঠানর ব্যবস্থা করল স্থানীয় প্রশাসন।

গত কয়েক দিনের বৃষ্টিতে নীমচ জেলা কার্যত জলের তলায়। ঘরবাড়ি ভেসে গেছে অনেকেরই। প্রবল বৃষ্টির জেরে মধ্যপ্রদেশের ২৯টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এরই মাঝে রাওয়াতপুরা গ্রামের এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গ্রামেরই এক অন্তঃসত্ত্বা মহিলার হঠাত্‍ প্রসববেদনা ওঠে। তড়িঘড়ি অ্যাম্বুল্যান্স ডাকা হলেও জমা জলের রাস্তা দিয়ে কোনওভাবেই অ্যাম্বুল্যান্স ওই প্রসূতির বাড়ি পর্যন্ত পৌঁছতে পারছিল না। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলার পরিবারের লোকেরা। এই পরিস্থিতির কথা জানতে পারেন স্থানীয় বিধায়ক এবং পুলিশ। সঙ্গে সঙ্গে প্রশাসনের তত্‍পরতায় একটি বুলডোজারের ব্যবস্থা করা হয়। এরপর জলমগ্ন ওই গ্রাম থেকে প্রসূতিকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দেয় তারা। প্রশাসনের এই মানবিক ভূমিকায় খুশি এলাকার মানুষ।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *