এফএ-র রেফারি পরীক্ষায় শিলচরের দুই মহিলা সহ ৬,  করিমগঞ্জের ৫ উত্তীর্ণ

বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : অসম রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা আসাম ফুটবল আ্যসোসিয়েশন (এএফএ)-র অধীন শিলচর ও করিমগঞ্জ থেকে দুই ক্যাটাগরিতে ২ মহিলা সহ মোট ১১ জন রেফারি এবারে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হলেন। এ এফ এ-এর রেফারি প্রধান দীপক কুমার দে এক বিবৃতিতে রেফারিদের উত্তীর্ণ হওয়ার খবর সংশ্লিষ্ট জেলা ক্রীড়া সংস্থাগুলিকে জানিয়েছেন। অতি সম্প্রতি নগাঁওয়ে এএফএ আয়োজিত এই পরীক্ষায়  ক্যাট ফাইভ বিভাগে শিলচর জেলা ক্রীড়া সংস্থার হয়ে পাশ করেছেন মোট ছ’জন। এরমধ্যে রয়েছেন দুই মহিলা রেফারিও। শিলচর জেলা ক্রীড়া সংস্থার জন্য এটা সুখবরও বটে।

এফএ-র রেফারি পরীক্ষায় শিলচরের দুই মহিলা সহ ৬,  করিমগঞ্জের ৫ উত্তীর্ণ

মহিলা রেফারিদের মধ্যে রয়েছেন সাহিনা পারভিন বড়ভুইয়া ও রাগীনি কুমারী সিং। সাহিনা পারভিন বড়ভুইয়া আবার জেলা মহিলা ফুটবল দলের নিয়মিত খেলোয়াড়। পুরুষদের মধ্যে ইজাজুল হোসেন লস্কর, বাবুল মোড়া, নিরূপম দাস ও আশুতোষ রি।

এফএ-র রেফারি পরীক্ষায় শিলচরের দুই মহিলা সহ ৬,  করিমগঞ্জের ৫ উত্তীর্ণ

এ দিকে, ক্যাট ফাইভ বিভাগে করিমগঞ্জ ডিএসএ-র আব্দুল বিলাল ও আব্দুল্লাহ পাশ করেছেন। ক্যাট ফোর বিভাগে পাশ করেছেন বিপ্লব দাস, সুরজিৎ মালাকার ও আমিরুল হাসান। উঠতি রেফারিদের এই সাফল্যে শিলচর রেফারিজ ট্রেনিং সেন্টার এবং ডিএসএ-র কর্মকর্তারা খুশী ব্যক্ত করে উত্তীর্ণকারিদের অভিনন্দন জানিয়েছেন।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *