এনপিএস এর বিরুদ্ধে অবস্থান ধর্মঘট এসএস কলেজে

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : সোমবার হাইলাকান্দি এসএস কলেজের এসিটিএ ইউনিটের পক্ষ থেকে ও এনপিএস নীতি বাতিল করে পুরাতন নীতি বহাল রাখার দাবিতে পেনডাউন কার্যসূচীর পাশাপাশি অবস্থান ধর্মঘট পালন করে। এদিন কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী বেলা ১১ টা থেকে দুপর একটা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে অবস্থান ধর্মঘট পালন করে নিউ পেনশন স্কিম (এনপিএস) বাতিল করে ওল্ড পেনশন স্কিম (ওপিএস) অতিসত্বর বলবৎ করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

এনপিএস এর বিরুদ্ধে অবস্থান ধর্মঘট এসএস কলেজে

এই অবস্থান ধর্মঘট কার্যসূচীতে অন্যান্যদের মধ্যে অংশ গ্রহণ করে ড. অরুণিমা দে, ড. মণিধন সিংহ, হিলাল উদ্দিন লস্কর, দেবাশিস গুহঠাকুরতা, চন্দ্রাণী ভট্টাচার্য, ড. হিমব্রত চক্রবর্তী, ড. গোলাব চন্দ্র নন্দী, ড. তাজ উদ্দিন খান, বদরুজ জামান মীরা, ডাঃ যগ্নেশ্বর দেব, হুসেইন আহমেদ বড়ভূইয়া প্রমুখ প্রাসঙ্গিক বিষয়ে  তাদের মূল্যবান বক্তব্য রাখেন।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *