বিশাল পুলিশ বাহিনী, দুই শতাধিক এক্সেবেটর নিয়ে ডলু চা বাগান সাফাইয়ের কাজ শুরু

উপস্থিত রয়েছেন ডিজিপি (এস) জিপি সিং, হাও হাও করে কাঁদছেন শ্রমিকরা

বরাক তরঙ্গ, ১২ মে : বিশাল পুলিশ বাহিনী, দুই শতাধিক এক্সেবেটর নিয়ে বৃহস্পতিবার সকালে ডলু চা বাগান সাফাইয়ের কাজ শুরু করল প্রশাসন। প্রায় আড়াই হাজার বিঘা জমির চা গাছ সাফাই করার কাজ শুরু হয়েছে। চা শ্রমিকদের ক্ষোভ ও প্রতিবাদের মধ্যে সাতসকালে এ কাজ শুরু হয়।

বিশাল পুলিশ বাহিনী, দুই শতাধিক এক্সেবেটর নিয়ে ডলু চা বাগান সাফাইয়ের কাজ শুরু

অসম পুলিুশের ডিজিপি (এস) জিপি সিংয়ের উপস্থিতিতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর একটি বড় দল অভিযানে নেমেছে। বাগান শ্রমিকদের তীব্র বিরোধিতার মধ্যেই অভিযান চলছে।

বিশাল পুলিশ বাহিনী, দুই শতাধিক এক্সেবেটর নিয়ে ডলু চা বাগান সাফাইয়ের কাজ শুরু

ডলু চা বাগানে প্রায় ত্রিশ লক্ষ চারা রয়েছে। বিমানবন্দর নির্মাণের জন্য চারা গাছগুলোর শিকড় থেকে তোলার কাজ শুরু করে জেলা প্রশাসন। এ কাজে রয়েছে প্রায় ২০০ টি এক্সেবেটর।

বিশাল পুলিশ বাহিনী, দুই শতাধিক এক্সেবেটর নিয়ে ডলু চা বাগান সাফাইয়ের কাজ শুরু

এ দিকে বুধবার রাতে জেলা প্রশাসন কাজে যাতে কোন ধরনের বাধা না হয় সেজন্য ওই এলাকা ও মহাসড়কে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কিন্তু ১৪৪ ধারা ভঙ্গ করে শ্রমিকদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। প্রশাসনিক আধিকারিক ও পুলিশ বাহিনী প্রতিবাদ ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ করেছে বলে অভিযোগ শ্রমিকদের।

বিশাল পুলিশ বাহিনী, দুই শতাধিক এক্সেবেটর নিয়ে ডলু চা বাগান সাফাইয়ের কাজ শুরু

শ্রমিকরা ক্ষোভের সুরে বলেন, চা গাছে বুলডজার চালানোর পরিবর্তে তাদের উপর বোমা বিস্ফোরণ করুক। শ্রমিকরা হাও হাও কেঁদে বলছেন পেটে লাথি মারবেন না। কিন্তু প্রশাসন তার কাজ যথারীতি চালিয়ে যাচ্ছে।
প্রতিবেদক : ঝুমি নাথ, বড়খলা।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *