উপযুক্ত শিক্ষা থেকে আর বঞ্চিত হতে হবে না চা বাগানের ছাত্রছাত্রীরা : পীযুষ হাজরিকা

বরাক তরঙ্গ, ২৫ মে : রাজ্যের চা বাগানের ছাত্রছাত্রীরা বছর বছর ধরে বঞ্চিত হয়ে আসছেন উপযুক্ত শিক্ষা থেকে। সে জন্যই চা বাগানে ছাত্রছাত্রীদের উপযুক্ত শিক্ষার জন্য অসম সরকার গ্রহণ করেছে এক বিশেষ পদক্ষেপ। এর অংশ হিসাবে ২০২০ সালে  রাজ্যের চা বাগানে ১১৯ টি মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়লের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। বুধবার সরকার রাজ্যের বিভিন্ন চা বাগানে ৯৬ টি স্কুলের উদ্বোধন করেছে। একই দিনে জাগিরোডে গোপালকৃষ্ণ টি এস্টেট আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন মন্ত্রী পীযুষ হাজরিকা।

উদ্বোধন করে মন্ত্রী বলেন, ১৪৪ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক নিয়ে বিদ্যালয়টি উদ্বোধন করতে পেরে তিনি খুশি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরিগাঁও জেলাশাসক প্রকাশরঞ্জন ঘরফলিয়া, জেলা শিক্ষাধিকারিক বুলি গগৈ, জাগিরোড কলেজের অধ্যক্ষ ড. ভবেনচন্দ্র নেওগ, জাগিরোড উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ অপূর্ব দাস এবং তিওয়া স্বায়ত্তশাসিত পরিষদের প্রাক্তন প্রধান নির্বাহী সদস্য নারায়ণ কুমার রাদু কাকাতি সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *