উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী উপ নির্বাচনে জয়ী হলেন, কেরলে কং, ওড়িশায় বিজেডি

৩ জুন : উত্তরখণ্ড, ওড়িশা এবং কেরলে তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনে দেখা গেল মিশ্র ফল। উত্তরাখণ্ড এবং ওড়িশায় জিতেছে ওই দুই রাজ্যের শাসকদল বিজেপি এবং বিজেডি।

উত্তরাখণ্ডের চম্পাবত বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী তথা সে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী। কিন্তু নির্বাচনে হারের পরও তাঁকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। মুখ্যমন্ত্রী পদে টিকে থাকার জন্য প্রার্থীকে কোনও নির্বাচনে জয়ী হতেই হয়। সেই কারণেই এই উপ-নির্বাচন ধামির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

চলতি সপ্তাহের মঙ্গলবারই উত্তরাখণ্ড, ওড়িশা ও কেরলের তিনটি কেন্দ্রে উপ-নির্বাচন ছিল। উত্তরাখণ্ডের চম্পায়ত কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এ দিন সকালেই নির্বাচনের ফল প্রকাশ পায়। প্রায় ৯২ শতাংশ ভোট পেয়ে রেকর্ড ভোটে জয়ী হন পুষ্কর সিং ধামি। তিনি ৫৫ হাজার ভোটে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেছেন। নির্বাচনের ফল প্রকাশ পেতেই শুভেচ্ছাবার্তা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে উত্তরাখণ্ডের ভোটারদেরও তিনি ধন্যবাদ জানান বিজেপিকে ভোট দিয়ে জয়ী করার জন্য।

এ দিকে, কেরলের এর্নাকুলমের থ্রিক্কাকাকরা বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন কংগ্রেসের উমা টমাস। প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থীকে ২৫ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন তিনি। ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী পেয়েছেন প্রায় ৫৩ শতাংশ ভোট। সিপিএম ৩৫ এবং বিজেপি ৯ শতাংশ ভোট পেয়েছে। অন্য দিকে, ওড়িশার ব্রজরাজনগর বিধানসভা কেন্দ্রটি ৬০ শতাংশের বেশি ভোট পেয়ে ফের দখল করেছে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের দল বিজেডি। ওই কেন্দ্রে কংগ্রেস দ্বিতীয় এবং বিজেপি তৃতীয় স্থানে রয়েছে।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *