ঈদ উপলক্ষে ইমামকে দামি গাড়ি উপহার মুসুল্লিদের

১১ মে : মসজিদের ইমামকে বিলাসবহুল গাড়ি উপহার দিলেন মুসুল্লিরা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মরোক্কীয় বংশোদ্ভূত ওই ইমামের কাছে গাড়ির চাবিটি হস্তান্তর করা হয়েছে। ইমামকে গাড়ি উপহার দেওয়ার মূহুর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। তারা তাকে যে গাড়িটি দিয়েছে, তার মডেল হলো- অডি এ-৬। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ফুল ছিটিয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে গাড়ির চাবিটি ইমামের হাতে তুলে দেওয়া হচ্ছে। মরক্কোর একটি সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ওই ইমামের নাম শায়খ ওসামা। তিনি ওই মসজিদে গত সাত বছর যাবত ইমামতি করছেন।

মরক্কোর উত্তর-পশ্চিম ল্যারাচি শহরের উপকণ্ঠ তার জন্মস্থান। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। আলেম ও কোরানের বাহককে যথার্থ সম্মান প্রদান করতেই ইমামকে এই বিলাসবহুল গাড়িটি উপহার হিসেবে দেওয়া হয়েছে বলে জানালেন ওই মসজিদের কয়েকজন মুসুল্লি। শায়খ ওসামা গাড়িটি উপহার পেয়ে বেশ আপ্লুত। তিনি বলেন, ‘আজ আমি অনেক আনন্দিত। হঠাৎ মসজিদের কয়েকজন মুসুল্লি বিলাসবহুল গাড়িটি নিয়ে হাজির। আল্লাহর শুকরিয়া ও অনুগ্রহ। বুধবার আল-জাজিরা ইমামকে মুসুল্লিদের গাড়ি উপহারের এই বিরল ঘটনা নিয়ে বিশেষ একটি প্রতিবেদন প্রকাশ করে।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *