ইরান নিয়ে মন্তব্যের জেরে ছুরিকাঘাত সালমান

১৪ আগস্ট : বিতর্কিত লেখক সালমান রুশদি ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বই লেখার কারণে ইরানের ইসলামি বিপ্লবের রুপকার আয়াতুল্লাহ খোমেনি মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেছিলেন। তার উত্তরসূরী বর্তমান রাহবারও সেই ফতোয়া জারি রেখেছেন এবং রুশদির হত্যাকারীকে বিপুল পরিমাণ অর্থ পুরষ্কারের ঘোষণা দেওয়া আছে। সেই ফতোয়ার কারণেই এক পর্যায়ে আত্মগোপনে চলে যেতে বাধ্য হন ভারতীয় বংশোদ্ভূত এই বৃটিশ লেখক।

দুই সপ্তাহ আগে একটি সাক্ষাৎকারে বুকারজয়ী ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদি (৭৫) বলেছিলেন, তিনি মনে করছেন ইরানি ফতোয়া পুরোনো হয়ে গেছে, তাই তার জীবনযাপন স্বাভাবিক হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের স্টার্ন ম্যাগাজিনের নেয়া ওই সাক্ষাৎকারটি আগামী সপ্তাহে প্রকাশের কথা ছিল। কিন্তু তার আগেই ওপর হামলার ঘটনায় এটি আগেই সামনে চলে আসে। ওই সাক্ষাৎকার দিতে রুশদি কোনোরকম নিরাপত্তা ছাড়াই উপস্থিত হয়েছিলেন। দেখে মনে হচ্ছিল তিনি উদ্বেগহীন আছেন। এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন, ইরানি ফতোয়া কয়েক দশকের পুরোনো হয়ে গেছে। তবে শুক্রবার যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠান মঞ্চে তিনি ছুরিকাঘাতে মারাত্মক আহত হন। তাকে ১০ থেকে ১৫টি আঘাত করা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। হামলাকারী একজন ইরানি নাগরিক।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *