ইন্ডিয়ান যোগা ফেডারেশনের প্রতিযোগিতায় নবম স্থান দখল সৌভিকের

বরাক তরঙ্গ, ১৩ এপ্রিল : করিমগঞ্জ বরাক তথা সমগ্র অসমের নাম ভারতের দরবারে উজ্জ্বল করে তুলতে সক্ষম হলো করিমগঞ্জ নেতাজি ব্যায়াম সঙ্ঘের ছাত্র  সৌভিক দাস। গত ২৫, ২৬ এবং ২৭ মার্চ ইন্ডিয়ান যোগা ফেডারেশন এবং যোগা অ্যাসোসিয়েশন অব হরিয়ানার যৌথ উদ্যোগে হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ শহরে অনুষ্ঠিত হয়েছিল রাষ্ট্রীয় যোগাসন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ছিলেন ভারতের ২৪টি রাজ্যের প্রায় ১০০০ জন প্রতিযোগী। অসমের হয়ে একমাত্র প্রতিনিধিত্ব করেছে নেতাজি ব্যায়াম সঙ্ঘ যার নেতৃত্বে ছিলেন যোগ প্রশিক্ষক পরমজিৎ চৌধুরী। এই প্রতিযোগিতায় ৮ থেকে ১৪ বছর বালক বিভাগে বিভিন্ন রাজ্যের প্রায় ৬৫ জন প্রতিযোগিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে চুড়ান্ত দশ জনের মধ্যে নিজের নাম নথিভুক্ত করতে সক্ষম হয় করিমগঞ্জের সৌভিক দাস।

এই দশ জন শ্রেষ্ঠদেরকে নিয়ে আবারও বিশেষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সেখানে সৌভিক দেশের মধ্যে নবম স্থান অজর্ন করে।  এই রাষ্ট্রীয় পর্যায়ের কৃতিত্বের জন্য সৌভিকের পিতা সৌমেন দাস ও মা মমি দাস সহ আত্মীয়স্বজন ও ব্যায়াম সঙ্ঘের সকল সদস্যরা অত্যন্ত গর্বিত।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *