ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের নিন্দা

বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) কাছাড় শাখার কার্যনির্বাহী সদস্যদের এক সভা অনুষ্ঠিত হয় শিলচরে। শাখার সভাপতি ডাঃ শর্মিষ্ঠা ভট্টাচার্য  পৌরোহিত্যে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় আইএমএ কাছাড় শাখা “চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে জড়িত সকল ধরনের প্রতারণামূলক কার্যকলাপ এবং প্রতারকদের কঠোরভাবে নিন্দা জানায় এবং এ ধরনের প্রতিটি ক্ষেত্রে সরকারি প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস প্রদান করা হয়।” প্রস্তাবে আরও স্পষ্ট করা হয় কোন  বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ করার এখতিয়ার আইএমএর নেই।

অফিস বহনকারীরা পুনরায় নিশ্চিত করেন যে সংগঠনটি অনৈতিক চিকিৎসা কার্যকলাপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় রাখবে এবং অঞ্চলে নৈতিক চিকিৎসা প্রথার প্রতি তাদের অঙ্গীকার অব্যাহত থাকবে। শাখার  সম্পাদক ডাঃ মনিকা দেব এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন।

Spread the News
error: Content is protected !!