আমড়াঘাট সরস্বতী বিদ্যানিকেতনের  বিশাল তেরঙ্গা যাত্রা

বরাক তরঙ্গ, ৬ আগস্ট : আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে “হর ঘর তেরঙ্গা” কর্মসূচির অধীনে শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ অসম প্রান্তের নির্দেশে আমড়াঘাট সরস্বতী বিদ্যানিকেতনের পরিচালনায় শনিবার আমড়াঘাটে এক বিশাল তেরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত কর্মসূচি অনুসারে এদিন সকাল সাড়ে আটটায় আমড়াঘাট  সরস্বতী বিদ্যানিকেতন থেকে ভারত মাতার ট্যাবলো সহ আরএসএসের ব্র্যান্ড পার্টি সহযোগে তেরঙ্গা যাত্রা শুরু হয়।

আমড়াঘাট সরস্বতী বিদ্যানিকেতনের  বিশাল তেরঙ্গা যাত্রা

তেরঙ্গা যাত্রা পা মেলান সরস্বতী বিদ্যানিকেতনের ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, স্থানীয় বিশিষ্ট নাগরিক, আমড়াঘাট এমকে দে কলেজের এনসিসি ইউনিট সহ শচীনপুর ১৪৭ বিএন সিআরপিএফ ক্যাম্পের সিআরপিএফ জওয়ানরা। এদিন সরস্বতী বিদ্যানিকেতন থেকে যাত্রা শুরু হয়ে আমড়াঘাট বাজার হয়ে গঙ্গানগর নিকামা হায়ার সেকেন্ডা স্কুল পর্যন্ত পৌঁছে। পরে সেখান থেকে পুনরায় সরস্বতী বিদ্যানিকেতনে এসে তেরঙ্গা যাত্রা সমাপ্ত হয়।

আমড়াঘাট সরস্বতী বিদ্যানিকেতনের  বিশাল তেরঙ্গা যাত্রা

শুরুতে তেরঙ্গা যাত্রা নিয়ে বক্তব্য রাখেন বিদ্যানিকেতনের প্রধান আচার্য রবীন্দ্রনাথ চৌধুরী, শিক্ষা বিকাশ পরিষদের অমিয়কান্তি দাশ ও শচীনপুর সিআরপিএফ ক্যাম্পের ইন্সপেক্টর প্রশান্ত সোনমালি ও ইন্সপেক্টর ভীষণ সিং।
প্রতিবেদক : দেবু দাশ, ধলাই।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *