আফগান নারীদের দূরে যেতে হলে পুরুষ স্বজন আবশ্যক নয়া ফরমান

২৮ ডিসেম্বর : আফগানিস্তানে নারীদের চলাচল নিয়ে নতুন ফতুয়া দিল তালিবান সরকার। আফগানিস্তানে ট্যাক্সিতে উঠতে গেলে নারীদের হিজাব পরতেই হবে, ক্ষেত্রবিশেষে তাদের বোরকাও পরতে হবে। ট্যাক্সিচালকদেরও একগুচ্ছ নিয়ম মানতে হবে। তাদের কেমন ব্যবহার করতে হবে, সেই নির্দেশিকাও জারি করেছে প্রোপাগেশন অফ ভার্চু ও প্রিভেনশন অফ ভাইস মন্ত্রণালয়। রবিবার এই নতুন ফরমানে বলা হয়, নারীরা হিজাব না পরলে তাদের ট্যাক্সিতে নেওয়া যাবে না। কোনো নারী যদি ৭২ কিলোমিটার বা তার বেশি দূরত্বে যেতে চান, তাহলে তার সঙ্গে কোনো পুরুষ আত্মীয় থাকতেই হবে। ট্যাক্সিচালকদের বলা হয়েছে, তাদের লম্বা দাড়ি রাখতে হবে। তাদের প্রার্থনার জন্য থামতে হবে। তারা ট্যাক্সিতে কোনো গান বাজাতে পারবেন না। আফগানিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হারুন রহিমি তালিবানের এই নতুন নির্দেশের সমালোচনা করে ডয়েচে ভেলেকে বলেন, এর ফলে নারীদের সমস্যায় পড়তে হবে এবং প্রকাশ্য স্থানে তাদের নিরাপত্তা কমবে।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *