অসম সাহিত্য সভার বরিষ্ট নাগরিক সংবর্ধনা হাইলাকান্দিতে

বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : হাইলাকান্দির ১১ জন প্রবীণ নাগরিককে সংবর্ধিত করলো অসম সাহিত্য সভার হাইলাকান্দি শাখা। দেশ স্বাধীনতার ৭৫ বর্ষ উদযাপনের কর্মসূচি পালনের অঙ্গ হিসেবে হাইলাকান্দিতে সগৌরবে ৭৫ বছর বয়স অতিক্রম করেছেন এমন এগারো জন প্রবীণ নাগরিকদের সংবর্ধিত করেছে অসম সাহিত্য সভার হাইলাকান্দি শাখা।  প্রত্যেক প্রবীণ নাগরিকদের বাড়িতে গিয়ে তাদের সংবর্ধনা দেওয়া হবে। এদিন যাদের সংবর্ধিত করা হয়। শাখা সাহিত্য সভার পক্ষ থেকে তাঁদের উত্তরীয় পরিয়ে, হাতে জাতীয় পতাকা ও কলম তোলে দিয়ে সংবর্ধিত করা হয়।

যাদের অসম সাহিত্য সভা সংবর্ধিত করেছে, তাঁরা হলেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তথা বিশিষ্ট ক্রীড়াবিদ বিজয় কুমার ধর, অবসরপ্রাপ্ত অধ্যাপক দিলীপ নাথ, অবসরপ্রাপ্ত অধ্যাপক বরুণ কুমার সিনহা, বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মওলানা সারিমুল হক লস্কর, অবসরপ্রাপ্ত শিক্ষক ক্ষিতিশ রঞ্জন পাল, বিশিষ্ট চিত্র শিল্পী নীহারেন্দু চৌধুরী, বিশিষ্ট নাট্য শিল্পী বিধু ভূষণ দাস, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ অসিত রজ্ঞন ভট্টাচার্য, প্রবীণ সাংবাদিক সন্তোষ মজুমদার ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মী প্রদীপ দে সেন।

এছাড়া নব্বই দশকে অসম সাহিত্য সভার হাইলাকান্দি শাখার সভাপতি মানিক লাল দাসের সহধর্মিণী মমতা দাসকে হাইলাকান্দি শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের সংবর্ধিত করেন অসম সাহিত্য সভার হাইলাকান্দি শাখার সভাপতি দিলীপ সূত্রধর, সম্পাদক অনিন্দ্যকুমার নাথ, সহ-সম্পাদক অপু পাল, কার্যকরী তথা আজীবন সদস্য সন্দীপন পাল, আজীবন সদস্য মৃগেন দেব বাপ্পা, আজীবন সদস্য দিব্যেন্দু চন্দ সহ অন্যান্যরা।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *