অরুণাচলে হেলিকপ্টার দুর্ঘটনায় হত সেনার মধ্যে একজন রাতাবাড়ির বাসিন্দা

বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : অরুণাচল প্রদেশের টুটিংয়ে সেনা হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচ সেনার মৃত্যু হয়। এরমধ্যে একজন সেনা রয়েছেন বরাকের। ওই সেনা করিমগঞ্জ জেলার রাতাবাড়ির সুগার মিল এলাকা আওলআলার যুবক বীরেশ সিনহা। বছর বিয়াল্লিশের বীরেশ সিনহা আউলালা গ্রামের বাবুলোক সিনহার চতুর্থ সন্তান। বাবুলোক ছিলেন একজন সেনা কর্মী। তাঁর মৃত্যুর খবর গতকাল বিকেলে পরিবারে পৌঁছে। এ খবর পৌঁছা মাত্র পরিবার সহ গোটা এলাকায় শোকাকুল পরিবেশ সৃষ্টি হয়েছে।

অরুণাচলে হেলিকপ্টার দুর্ঘটনায় হত সেনার মধ্যে একজন রাতাবাড়ির বাসিন্দা

বীরেশ সিনহার পরিবার গুয়াহাটিতে থাকেন। সেখানে তাঁর স্ত্রী ও সন্তানরা রয়েছেন। প্রয়াত বীরেশ সিনহা প্রায় পনেরো বছর ধরে সেনা জওয়ান হিসেবে দেশ রক্ষার কাজে রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায় আগামীকাল তাঁর দেহ গ্রামে পৌঁছবে।

অরুণাচলে হেলিকপ্টার দুর্ঘটনায় হত সেনার মধ্যে একজন রাতাবাড়ির বাসিন্দা

উল্লেখ্য, শুক্রবার সকালে অরুণাচল প্রদেশের টুটিংয়ের দক্ষিণে মিগিং গ্রামে সেনা হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। হেলিকপ্টার থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে পঞ্চম জনকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিদিনের রুটিন মেনে লিকাবালি মিলিটারি স্টেশন থেকে এই হেলিকপ্টার উড়ছিল। তারপর তা দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে। অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার পড়ে যায় দুর্ঘটনার কবলে। প্রযুক্তিগত কারণকে দায়ী করে তথ্য দিয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোল। জানা গিয়েছে, দুর্ঘটনার কিছুক্ষণ আগে একটি প্রযুক্তিগত ত্রুটি দেখা যায়।

অরুণাচলে হেলিকপ্টার দুর্ঘটনায় হত সেনার মধ্যে একজন রাতাবাড়ির বাসিন্দা

এও জানা গিয়েছে, দুর্ঘটনার আগে ওই হেলিকপ্টারের থেকে একটি ‘মে ডে কল’ এসেছিল এয়ারট্রাফিক কন্ট্রোলে। যেখানে বলা হচ্ছে, কোনও গঠনগত বা মেকানিক্যাল সমস্যা সেখানে রয়েছে। উল্লেখ্য, এই ‘মে ডে কল’ হল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান দেওয়া যে সেই আকাশযানটি বিপদে রয়েছে। আর তার হাত ধরেই সহায়তায় উদ্যোগ নেয় এটিসি।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *