অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে গর্ভবতী গৃহবধূর শবদেহ নিয়ে সড়ক অবরোধ কটামণিতে, আটক শাশুড়ী

বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : ঝেরঝেরির গৃহবধূর শামিমার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে বাজারিছড়া থানাধীন কটামণি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাজারিছড়া থানা নাগ্রা পুলিশ পেট্টল পোস্টের আওতাধীন ঝেরঝেরী গ্রামের গৃহবধূ শামিমা বেগমকে রবিবারে স্বামীর বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। সোমবার বিকেলে ময়নাতদন্তের পর করিমগঞ্জ সিভিল হাসপাতাল থেকে গৃহবধূর লাশ নিয়ে কটামণির ইছারপার গ্রামের বাপের বাড়িতে নিয়ে আসলে দেখা দেয় চরম উত্তজনা। শবদেহ নিয়ে কটামণি পুলিশ ওয়াচ পোস্টের পাশে লোয়াইরপোয়া -কানমুন পূর্ত সড়কের উপর সড়ক গৃহবধূর স্বামী সহ বাকি অভিযুক্তদের আটক করার দাবিতে সড়ক অবরোধ করে বসেন প্রায় পাঁচ শতাধিক জনতা। রাস্তা অবরোধ করে তারা দাবি তোলেন অন্তঃসত্ত্বা গৃহবধূ শামিমা বেগমের হত্যাকারী, স্বামী ও তার ভাই এবং শশুর-শাশুড়িকে শীঘ্রই গ্রেফতার করতে হবে। নতুবা তারা শবদেহ সমঝে নেবেন না এবং সড়ক অবরোধ মুক্ত করতে দেবেন না। শামিমার বাপের বাড়ির লোক সহ স্থানীয় জনগণরা অ‌ভিযুক্তদের আগে আটক না করলে শবদেহ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়ে সড়ক অবরোধ অনড়র থাকেন। এতে সড়কের দু’পাশে যান বাহনের দীর্ঘ লাইন লেগে যায়। একই সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। খবর পেয়ে দলবল নিয়ে ছুটে আসেন নাগ্রা পুলিশ পেট্টল পোস্টের আইসি জেপি দাস। তিনি এসে অবরোধকারী জনতা ও শামিমার পরিবারের লোকদের বুঝিয়ে অবরোধ মুক্ত করতে ব্যর্থ হন। পরে অভিযুক্তদের আটক করবেন বলে প্রতিশ্রুতি দিলে প্রতিবাদীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে শবদেহ সমঝে নেন পরিবারের লোকেরা।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, পাথারকান্দি।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *