অবৈধ ভাবে বালি তোলার বিরুদ্ধে সরব বড়খলার ভৈরব নগরের মানুষ

বরাক তরঙ্গ, ২৮ মার্চ : প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মর্জি মাফিক মহাল বানিয়ে অবৈধভাবে বালি তোলার অভিযোগে রবিবার উত্তপ্ত হয়ে উঠলো বড়খলা বিধানসভা কেন্দ্রের নদী তীরবর্তী ভৈরব নগর গোছড়া এলাকা। এদিন ভুঁইফোড় মহালে অতর্কিতে উপস্থিত হলে নম্বর প্লেটহীন জেসিবি সহ অসংখ্য ৪০৭ টিপার দেখে নিজেদের ক্ষোভ উগরে দেন এলাকাবাসী। শুধু তাই নয় স্থানীয় মহালদার পারভেজ লস্করের বিরুদ্ধে সরব হলেন তারা।

অবৈধ ভাবে বালি তোলার বিরুদ্ধে সরব বড়খলার ভৈরব নগরের মানুষ

স্থানীয় বাসিন্দাদের পক্ষে আব্দুল আজিজ বড়ভূইয়া বলেন, বনবিভাগের প্রচ্ছন্ন মদতে এ ধরনের অনৈতিক কাজ চলছে গত সাড়ে তিন মাস ধরে। আসলে জাতিঙ্গা ফেরিঘাট, রাণিঘাট ফেরি ঘাট, রাজনগর ফেরিঘাট এবং বুড়িবাইল ফেরিঘাটের ৫০০ মিটার উপরে বালি তোলার অনুমতি রয়েছে। যেখানে ভৈরব নগর গোছড়ায় অবৈধভাবে মহাল বানিয়ে দিনের পর দিন শত শত গাড়ি বালি পাচার হচ্ছে।

অবৈধ ভাবে বালি তোলার বিরুদ্ধে সরব বড়খলার ভৈরব নগরের মানুষ

এলাকাবাসীর অভিযোগে সম্প্রতি বনবিভাগের বিট অফিসার এলাকা পরিদর্শন করে তিন হাজার কিউবিক মিটার বালি তুলার নির্দেশ দিয়ে যান। তাও আবার এলাকাবাসীর নির্ধারিত জমির সীমানা থেকে ২০ মিটার দূরে থেকে। কিন্তু খনন কারীদের অবৈধ কার্যকলাপে স্থানীয় জমির মালিকরা নানাভাবে সমস্যার মধ্যে পড়ছেন। বর্ষার মৌসুম সমাগত। এমন পরিস্থিতিতে নিজেদের জমি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *