অত্যধিক ডাটা খরচ, ১৬ অ্যাপ ডিলিট গুগলের

২৪ অক্টোবর : একাধিক কারণ দেখিয়ে প্লে স্টোর থেকে ১৬টি অ্যাপ ডিলিট করল গুগল। এই প্রসঙ্গে অ্যাপগুলো দ্রুত চার্জ ব্যয় ও অত্যধিক ডাটা খরচ করে বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। গুগল বলছে, অ্যাপগুলোতে ক্লিক করলে বিভিন্ন ধরনের বিজ্ঞাপনে অটো ক্লিক হয়ে যায়।

ফলে ব্যবহারকারীরা ভুল পথে পরিচালিত হয়। এক প্রতিবেদনে এআরএস টেকনিকা জানিয়েছে, ম্যাকাফি কর্তৃক ‘ডিটেকটেড’ হওয়ার পর গুগল অ্যাপগুলোকে সরিয়ে নিয়েছে। এসব অ্যাপ যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে ডাউনলোড করা যেতো। এগুলা ব্যবহার করে ব্যবহারকারীরা কিউআর কোড স্ক্যান, ফ্ল্যাশলাইট ব্যবহার করতো। অ্যাপলিকেশনগুলো একবার ডাউনলোড হওয়ার পর ওপেন করলে কোনো ধরনের নোটিফিকেশন ছাড়াই বিজ্ঞাপনে চলে যায়। ফলে এসব অ্যাপগুলোকে ‘ফ্রড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অত্যধিক ডাটা খরচ, ১৬ অ্যাপ ডিলিট গুগলের

অ্যাপগুলোর মধ্যে রয়েছে বুসানবাস, জয়কোড, কারেন্সি কনভার্টার, হাই স্পিড ক্যামেরা, স্মার্ট টাস্ক ম্যানেজার, ফ্ল্যাশলাইট প্লাস, কে-ডিকশনারি, কুইক নোট, ইজেটডিকা, ইনস্টাগ্রাম প্রফাইল ডাউনলোডার ও ইজেট নোটস। গুগলের মুখপাত্র বলেন, গুগল প্লে স্টোর থেকে এসব অ্যাপ পুরোপুরি রিমুভ করা হয়েছে।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *