অকালে প্রয়াত অরিন্দম অর্জুন

বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : অকালে চলে গেলেন শিলচর মালুগ্রাম শিববাড়ির বাসিন্দা সমাজকর্মী ও ভ্যানগার্ডের প্রতিষ্ঠাতা সদস্য অরিন্দম অর্জুন। বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। শুক্রবার সন্ধ্যায় শহরের এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসারত অবস্থায় পরপাড়ে পাড়ি দেন। প্রয়াত অরিন্দম, জওহর অর্জুন ও শিক্ষিকা দত্তা অর্জুনের একমাত্র ছেলে। অরিন্দম বছরদিন আগে বিয়ের পিঁড়িতে বসেন।

অরিন্দম কিডনি ও লিভারজনিত রোগে ভোগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থা অবনতি ঘটলে স্থানীয় এক বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। চিকিৎসাচলাকালীন তিনি মারা যান। তিনি অল্প বয়সেই সমাজের হিতকর কাজে নিজেকে জড়িয়ে রাখেন। সমাজসেবার পাশাপাশি রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। তিনি বিজেপির যুবমোর্চার শহর কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া রাষ্ট্রীয় স্বয়ংসেবক ও বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। ছিলেন মালুগ্রাম এলাকার অগ্রণী সংগঠন ভ্যানগার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা শিশু সদস্য। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান ভ্যানগার্ড ক্লাবের সভাপতি নিলোৎপল সোম চৌধুরী, সাধারণ সম্পাদক অমিত নাগ, দেবজা সুমন্ত সহ আরও অনেকে। তার অকাল মৃত্যুতে গোটা এলাকা সহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। অরিন্দম মৃত্যুকালে রেখে গেছেন মা, বাবা, স্ত্রী, এক বোন সহ আত্মীয়স্বজন।    

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *