“জুমা বছরে ৫২ বার আসে, হোলি বছরে একবার” পুলিশকর্তার এমন মন্তব্যে সরব কং ও সপা

৭ মার্চ : রমজান মুসলমানদের পবিত্র মাস এবং এই বছর রমজানের দ্বিতীয় জুমা ১৪ ফেব্রুয়ারি পড়েছে, এবং এই দিনেই হোলি। হোলি এবং জুমা একই দিনে পড়ার বিষয়ে সাঁওবল সিও অনুজ চৌধুরী একটি বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি দাঙ্গাকারীদের সতর্ক করছেন। সাঁওবল সিও অনুজ চৌধুরী বলেছেন, “জুমা বছরে ৫২ বার আসে, হোলি বছরে একবার আসে। ফলে আপস যদি করতে হয় তবে তা মুসলিমদের করা উচিত। এমনই মন্তব্য করে বিতর্ক বাড়ালেন উত্তরপ্রদেশের পুলিশকর্তা। তাঁর এই মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। যোগীর সরকারের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছে বিরোধী শিবির।

"জুমা বছরে ৫২ বার আসে, হোলি বছরে একবার" পুলিশকর্তার এমন মন্তব্যে সরব কং ও সপা

আগামী ১৪ মার্চ হতে চলেছে হোলি উৎসব। ওই দিনই রয়েছে রমজানের প্রবিত্র নামাজ। এই বিষয়টি মাথায় রেখে হিংসা বিধ্বস্ত সম্ভলের কতোয়ালি থানায় হোলি ও রমজান উপলক্ষে শান্তি সমিতির বৈঠক করা হয়। এই প্রসঙ্গেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ আধিকারিক অনুজ চৌধুরী বলেন, “হোলি বছরে একবার আসে যেখানে প্রতি শুক্রবার জুম্মার নামাজ হয়। অর্থাৎ বছরে ৫২ বার এই জুম্মার নামাজ হয়। ফলে যদি কারও রঙে আপত্তি থাকে তাহলে তাঁর বাড়িতে থাকা উচিত। যদি কেউ বাইরে আসেন তাহলে তাঁর উচিত মন খুলে উৎসবে সামিল হওয়া। এই উৎসব মিলেমিশে পালন করাই রেওয়াজ। যদি মুসলিমরা ইদের অপেক্ষা করে থাকেন তাহলে হিন্দুরাও হোলির জন্য প্রতিক্ষা করে থাকেন। দুই সম্প্রদায়েরই উচিত একে অপরের উৎসবকে সম্মান করা।”

"জুমা বছরে ৫২ বার আসে, হোলি বছরে একবার" পুলিশকর্তার এমন মন্তব্যে সরব কং ও সপা

Author

Spread the News