পাথারকান্দিতে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা যুব মোর্চার

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৭ মে : বিজেপি ক্ষমতায় আসার পর থেকে শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সা‌ধিত হয়েছে। সোমবার পাথারকান্দিতে যুব মোর্চার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল।

এ বছরে মাধমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ পাথারকান্দির ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিল যুব মোর্চা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্তিত ছিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। রবীন্দ্রভবনে পাথারকান্দি ও লোয়াইরপোয়া মণ্ডল যুবমোর্চার যৌথ উদ্দ্যোগে আয়োজিত ২০২৪ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী পড়ুয়াদের এক সংবর্ধনা অনুষ্ঠানে বিধায়ক কৃষ্ণেন্দু পাল বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মের প্রতিজন শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি প্ৰকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। একই সঙ্গে বিধায়ক সেকালের আর একালের শিক্ষা ব্যবস্থার পার্থক্য তুলে ধরে তি‌নি বলেন, বিজেপি সরকার আসার পর থেকে শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সা‌ধিত হয়েছে। বিশেষ করে রাজ‌্য সরকা‌রের তৎপরতায় শিক্ষার আঁতুর ঘর অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শুরু করে স্কুল ও কলেজ স্তর পর্যন্ত পড়ুয়াদের বিনামূল্যে ভর্তি, মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা, বিনামূল্যে পাঠ্যবই সহ স্কুল পোশাক দেবার ব্যবস্থা করেছে। আগে যেখানে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ শিক্ষার জন্য জেলা সদরে পাড়ি দিতে হত কিন্তু আজকের দিনে প্রতিটি হাইস্কুল, উচ্চতর বিদ্যালয় থেকে শুরু করে কলেজ স্তরে পর্যাপ্ত পরিমাণের শিক্ষক নিয়োগের পাশাপাশি উন্নত পরিকাঠামো গড়ে তুলেছে এই সরকার। এবছর বৃহত্তর পাথারকান্দি কেন্দ্র থেকে এক এক করে মোট তিনজন এপিএসসিতে ভাল ফলাফল করে পাথারকান্দির নাম উজ্জ্বল করেছে। তিনি পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাও। সাফল্য একদিন আসবেই। অনুষ্ঠানের শুরুতেই দেশাত্ববোধন সঙ্গীতের মাধ্যমে প্রথমেই ভারত মাতা,শ্যামা প্রসাদ মুখার্জি ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে বিশেষ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।

পাথারকান্দিতে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা যুব মোর্চার

এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  বিশিষ্ট শিক্ষাবিদ শিবনারায়ণ পাশি, মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ জ্যোতির্ময় নাথ, শিবেরগুল মহাবীর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ রাজীব পাল, পাথারকান্দি মণ্ডল বিজেপির সভাপতি মানিক্ষ সিনহা, জেলা কিষান মোর্চার জেলা সভাপতি অমিতাভ দে প্রমুখ।

Author

Spread the News