কাজিডহরে জল ট্যাঙ্কারের সঙ্গে বাইকের মুখোমুখি, মৃত্যু যুবকের

কাজিডহরে জল ট্যাঙ্কারের সঙ্গে বাইকের মুখোমুখি, মৃত্যু যুবকের

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : শিলচর আইজল জাতীয় সড়কের কাজিডহরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল। জলের ট্যাঙ্কার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ঘটে বাইক চালকের। সোমবার এ দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু ঘটে । আরেকজন সংকট জনক অবস্থায় অনিত সিং চৌহান (২১) নামে এক যুবকের। আহত হয়েছেন চমন সিং চৌহান (২২) নামে আরও এক যুবক। মেনিপুর ১ম খণ্ডের বাসিন্দা চম্পালাল চৌহানের ছেলে অনিত সিংহ।

জানা যায়, জন্ডু কন্সট্রাকশনের জলের ট্যাঙ্কারের সঙ্গে  জাতীয় সড়কের  কাজিডহর ৩য় খণ্ড, মেনিপুর তেমাথায় সংঘর্ষ হয় বাইকের। এরপর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেন। পৌঁছেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন।

Spread the News
error: Content is protected !!