বন্যপ্রাণী পাচার : ধৃত যুবক, উদ্ধার বাঘের দাঁত-হরিণের সিং

বন্যপ্রাণী পাচার : ধৃত যুবক, উদ্ধার বাঘের দাঁত-হরিণের সিং

বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : চিরাঙে বন্যপ্রাণী পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম ৩৪ বছর বয়সী তাইজ উদ্দিন শেখ। বুধবার তাইজ উদ্দিনকে গ্রেফতার করা হয়।

পানবাড়ি থানাধীন বল্লীমারি এলাকায় অবৈধভাবে বন্যপ্রাণীর দেহের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

সূত্র জানায়, বন কর্মকর্তা ও পুলিশ শেখের বাড়ি থেকে দুটি বাঘের দাঁত ও হরিণের শিং উদ্ধার করেছে। পুলিশ বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছে এবং অভিযুক্তরা কোথা থেকে পশুর অঙ্গ পেয়েছে।

বন্যপ্রাণী পাচার : ধৃত যুবক, উদ্ধার বাঘের দাঁত-হরিণের সিং

Author

Spread the News