সীমান্তে সড়ক দুর্ঘটনায় শিশু সহ হত যুবক

বরাক তরঙ্গ, ২০ জুলাই : অসম-অরুণাচল সীমান্তের বার মাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল। এতে ঘটনাস্থলেই শিশুসহ এক যুবক নিহত হয়।

দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার  আসাম-অরুণাচল সীমান্ত সড়কে।মৃতদের নাম অজয় ​​রাভা এবং হরিশ হারপাল (১০) একই এলাকার।

দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলের নম্বর মো. AS- 12- AE- 5492 এবং ম্যাজিক ট্রাকের নম্বর AS- 12 – BC – 4232।

Author

Spread the News