কাবুগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ যুবক আটক

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৮ আগস্ট : হেরোইন সহ এক যুবককে আটক করল কাছাড় পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০টি সাবান কেস ভর্তি সন্দেহজনক হেরোইন সহ এক যুবককে আটক করা হয়েছে। যদিও এই সময় পুলিশের চোখে ধুলো দিয়ে দুই পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত দশটা নাগাদ কাবুগঞ্জ বাজারে। কাবুগঞ্জ লক্ষীচরণ স্কুল খেলার মাঠের উল্টোদিকে, ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়কের পাশে মাদকের একটি বড় লেনদেন হওয়ার কথা ছিল। গোপন সূত্রের এমন খবরের ভিত্তিতেই সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথে সহ কাছাড় পুলিশের একটি দল সেখানে আগে থেকেই ওৎপেতে বসে ছিল।

অভিযান শুরু হতেই পুলিশের উপস্থিতি টের পেয়েই দুই পাচারকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে পুলিশ কাবুগঞ্জের নগদীরগ্রাম চতুর্থ খণ্ডের বাসিন্দা হিমু শুক্লাবৈদ্য নামের বছর ২৪ এর যুবককে পাকড়াও করে। পুলিশের তল্লাশিতে নম্বরবিহীন স্কুটি থেকে উদ্ধার করে ১০টি সাবান কেস, যার মধ্যে সন্দেহজনক হেরোইন ছিল। পুলিশ মাদক পাচারে ব্যবহৃত নম্বর বিহীন একটি স্কুটিও বাজেয়াপ্ত করেছে। ঘটনার খবর পেয়ে ডিএসপি প্রফেশনারি দিলরাজ পাঠক ঘটনাস্থলে পৌঁছান।

Spread the News
error: Content is protected !!