সেনাবাহিনী ও পুলিশ কর্মীরা হিজাব পরতে পারবেন, ঘোষণা ইউনস সরকারের

২৫ সেপ্টেম্বর : সেনাবাহিনীর মহিলা আধিকারিক ও কর্মীদের ওপর থেকে হিজাব পরার নিষেধাজ্ঞা তুলে নিল মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। মহিলা পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীর সদস্যরা হিজাব পরিধান করে ডিউটি করতে চাইবেন, তাদের সে অনুমতি দেওয়া হবে। ঘোষণা করল ইউনুসের সরকার। সম্প্রতি তাদের এক ঘোষণায় বলা হয়েছে ফলে বাংলাদেশের ইচ্ছুক মহিলা পুলিশ ও সেনাসদস্যদের মস্তক ও বুক আবৃত করা হিজাব পরিধানে কোনও বাধা রইলো না। এবার থেকে উর্দির সঙ্গে ম্যাচ করে হিজাব পরতে পারবেন ইচ্ছুক মহিলা সেনারা। সেনা কর্তৃপক্ষ এই বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে।

অ্যাডজুট্যান্ট জেনারেলের (এজি) কার্যালয়ের তরফে আভ্যন্তরীণ এক আদেশে হিজাব পরার অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর পিএসও কনফারেন্সে ইচ্ছুক মহিলা কর্মীদের উর্দির সঙ্গে হিজাব পরিধানের অনুমোদনের বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেখ হাসিনার শাসনামলে সেনায় উর্দির সঙ্গে হিজাব পরিধানে নিষেধাজ্ঞা ছিল। এবার সেটি তুলে নেওয়া হল। 

সেনাবাহিনী ও পুলিশ কর্মীরা হিজাব পরতে পারবেন, ঘোষণা ইউনস সরকারের
সেনাবাহিনী ও পুলিশ কর্মীরা হিজাব পরতে পারবেন, ঘোষণা ইউনস সরকারের

Author

Spread the News