বৰ্ষীয়ানদের যোগাভ্যাস নতুন প্ৰজন্মের অনুপ্ৰেরণা : ডাঃ অজিত

বরাক তরঙ্গ, ৩০ জুন : শিলচর নিরাময় যোগ শিক্ষা সংস্থানের ‘যোগ চেতনা অভিযান’-এর অঙ্গ হিসেবে বিশেষ যোগ সেশন হল মালুগ্ৰাম কাছাড় হাইস্কুল রোডে৷ সংস্থানের মধ্য মালুগ্ৰাম কালীপূজা ট্ৰাস্ট মণ্ডপ শাখায় রবিবার সকালে হয় এই প্ৰশিক্ষণ কৰ্মসূচি৷ এই শাখায় যাঁরা নিয়মিত যোগাভ্যাস করেন, তাঁরাই অংশ নেন৷ কচিকাঁচা থেকে শুরু করে পঞ্চাশোর্ধ্ব-ষাটোর্ধ্ব প্ৰশিক্ষাৰ্থী ছিলেন৷ যোগ প্ৰক্রিয়ার অনুশীলন করান ডিরেক্টর শতাক্ষী ভট্টাচাৰ্য৷ পরে প্ৰত্যেককে শংসাপত্ৰ তুলে দেওয়া হয়৷ নিরাময়ের তরফে চেয়ারম্যান ডাঃ অজিতকুমার ভট্টাচাৰ্য ও ডিরেক্টর শতাক্ষী প্ৰত্যেকের হাতে সাটিফিকেট তুলে দেন৷

সাড়া পাচ্ছে যোগ চেতনা অভিযান : ডিরেক্টর শতাক্ষী____

এক বিবৃতিতে চেয়ারম্যান অজিত বলেন, বৰ্ষীয়ানদের যোগাভ্যাস কাৰ্যত নিরাময়ের এই শাখার উল্লেখযোগ্য দিক৷ তাঁরা প্ৰত্যেকেই খুব উৎসাহ-উদ্দীপনা নিয়ে অনুশীলন করেন৷ যুব প্ৰজন্মের কাছে যা সঠিক অৰ্থেই এক অনুপ্ৰেরণা৷

ডিরেক্টর শতাক্ষী জানান, যোগ দিবস উপলক্ষে এ বছরের নারী দিবস থেকে যোগ চেতনা অভিযান শু করেছে নিরাময়৷ চলবে ডিসেম্বর পৰ্যন্ত৷ সব মিলিয়ে শতাধিক কৰ্মসূচি হবে এই অভিযানের অন্তৰ্গত৷ কৰ্মশালা, বিশেষ সেশন, সচেতনতা প্ৰোগ্ৰাম, সেমিনার, আলোচনা সভা, সাননা এ সব রয়েছে তালিকায়৷ নিরাময়ের সব শাখায়ও এই অভিযান চলবে৷ যে কোনও সরকারি-বেসরকারি প্ৰতিষ্ঠান নিরাময়ের সঙ্গে মিলে এই কৰ্মসূচি আয়োজন করতে পারে৷ এই অভিযানে ব্যাপক সাড়া মিলছে বলেও মন্তব্য করেন শতাক্ষী৷

Author

Spread the News