“যোগ ফর ওয়ান আর্থ, ওয়ান হেলথ” বার্তা দিতে শতাধিক কর্মসূচি নিরাময়ের
লক্ষীপুরের এসএমডি কলেজে কর্মশালা____
বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে এবারও “যোগ চেতনা মহোৎসব” পালন করছে শিলচর নিরাময় যোগ শিক্ষা সংস্থান। কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার ‘বিশ্ব স্বাস্থ্য দিবস”-এ লক্ষীপুর সতীন্দ্র মোহন দেব কলেজে হয় যোগ কর্মশালা। ব্যবস্থাপনায় ছিল কলেজের এনএসএস সেল। একদিনের এই কর্মশালায় পড়ুয়া ছাড়াও শিক্ষক-আশিক্ষক কর্মী অংশ নেন। প্রটোকল ইন্সট্রাক্টর ও ডেমন্স্ট্রেটর হিসেবে ছিলেন শুভঙ্কর সাহা ও রাতুল চক্রবর্তী। নিরাময়ের মুখ্য সংযোজক তথা লিগ্যাসি পার্সন ছিলেন “ডেইলি যোগ প্র্যাকটিসেস ফর ওয়েলনেস” শীর্ষক এই কর্মশালার মাস্টার ট্রেনার।

এ দিন, প্রটোকল থেকে শুরু করে আসন, প্রাণায়াম, মেডিটেশন অনুশীলন করানো হয়। এর আগে প্রথম পর্বে নিরাময়ের প্রত্যেক রিসোর্স পার্সনকে সম্মান জানান কলেজের অধ্যক্ষ তাপস দেব, এনএসএস সংযোজক ডা: দীপশিখা দাস প্রমুখ। অন্যদিকে যোগ শিক্ষা প্রোমোশনে এগিয়ে আসার জন্য নিরাময়ের পক্ষেও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয় কলেজ কর্তৃপক্ষের হাতে।

এ দিকে, যোগ চেতনা মহোৎসবের ব্যাপারে নিরাময়ের চেয়ারম্যান ডাঃ অজিত কুমার ভট্টাচার্য ও ডিরেক্টর শতাক্ষী ভট্টাচার্য বলেন, যোগ দিবসকে সামনে রেখেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। “যোগ ফর ওয়ান আর্থ, ওয়ান হেলথ” এই বার্তা সমাজের আনাচে -কানাচে ছড়িয়ে দিতে ২১ জুন পর্যন্ত শতাধিক কর্মসূচির সংকল্প নিয়ে চলছে নিরাময়ের “যোগ চেতনা মহোৎসব”। এর অন্তর্গত যে কোনও সরকারি-বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠান, অফিস, এনজিও নিরাময়ের সঙ্গে মিলে সচেতনতা কর্মসূচি, কর্মশালা আয়োজন করতে পারে। গেল বছর ১০৭ টি কর্মসূচির সফল আয়োজন করেছিল নিরাময়, এই মন্তব্যও করেন অজিত ভট্টাচার্যরা।
