দুধপাতিলে ইয়াসির বার্ষিক ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট
বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) এর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও ফাইভ-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হল। দুধপাতিলে আয়োজিত তিনদিন ব্যাপী বার্ষিক অনুষ্ঠান সমাপ্ত হয় ২৬ জানুয়ারিইয়াসি। লামারগ্রাম ইউনিট কমিটির উদ্যোগে এবং ইয়াসি দুধপাতিল জিপি কমিটির সক্রিয় সমর্থনে আয়োজিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শিশুদের জন্য ২০টি ইভেন্ট ছিল।
এ ছাড়া ফাইভ-এ সাইড ফুটবল টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করে। ফাইনালে শিলচর এফসি একটি রোমাঞ্চকর টাইব্রেকারে মধুরামুখ এফসিকে পরাজিত করে। প্রায় তিন হাজার দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন ইয়াসি সেন্ট্রাল কমিটির সভাপতি সঞ্জীব রায় এবং বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী ডাঃ হাসিম উদ্দিন বড়ভূইয়া। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, সমাজকর্মী জাকির তালুকদার, ফসি খান সহ অনেকে। অতিথি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ইয়াসি লামারগ্রাম ইউনিট কমিটির পদাধিকারী ও সদস্য কালাম উদ্দিন লস্কর, মায়াজুল হক লস্কর, বাবলু হুসেন তালুকদার, দিলবার হুসেন লস্কর, পারুল উদ্দিন তালুকদার, সানি উদ্দিন তালুকদার প্রমুখ।
চ্যাম্পিয়ন শিলচর এফসি নগদ ১৫ হাজার টাকা সহ ট্রফি দেওয়া হয়, রানার্স দল মধুরামুখ এফসি নগদ ৮ হাজার টাকা এবং একটি ট্রফি পেয়েছে। স্থানীয় বাসিন্দারা এমন একটি ইতিবাচক উদ্যোগ নেওয়ার জন্য ইয়াসি-কে ধন্যবাদ জানিয়েছেন।