WWE কুস্তিগির হাল্ক হোগান চলে গেলেন

২৪ জুলাই : বিশ্ববিখ্যাত WWE কুস্তিগির হাল্ক হোগান চলে গেলেন।  বৃহস্পতিবার সকালে ৭১ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন কুস্তিগির। ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে তাঁর বাসভবনে বৃহস্পতিবার ভোরে জরুরি স্বাস্থ্যসেবা দল ডাকা হয়। জরুরি ফোনকলে “হৃদরোগজনিত অজ্ঞান হওয়া” (cardiac arrest) হিসেবে বর্ণনা করা হয়েছিল।

একাধিক পুলিশ গাড়ি ও অ্যাম্বুলেন্স তাঁর বাড়ির বাইরে অবস্থান করছিল। পরবর্তীতে হাল্ক হোগানকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়। হাল্ক হোগান ছিলেন ১৯৮০ ও ৯০-এর দশকে WWE-র সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী মুখ। তাঁর নাম কুস্তির ইতিহাসে কিংবদন্তি হিসেবেই স্মরণীয় থাকবে। তাঁর হঠাৎ মৃত্যুর খবরে ভক্ত ও ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Spread the News
error: Content is protected !!