বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস শ্রীভূমিতে উদযাপিত

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : “আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব, যদি আমরা সবাই একসঙ্গে সচেতন হই”—এই মূল বার্তা নিয়ে বুধবার শ্রীভূমিতে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করা হয়। জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে র‍্যালি ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনের কর্মসূচি শুরু হয় করিমগঞ্জ সিভিল হাসপাতাল প্রাঙ্গণ থেকে র‍্যালি দিয়ে। র‍্যালিটি উদ্বোধন করেন স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডাঃ সুমনা নাইডিং।

এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক (পরিবার কল্যাণ) ড. মতিন্দ্র সূত্রধর, মানসিক স্বাস্থ্য কর্মসূচির জেলা নোডাল অফিসার ডাঃ জাকির হোসেন, এনএইচএম এর ডিপিএম হানিফ মোহাম্মদ কে আলম, এনএইচএম এর ডিএমই সুমন চৌধুরী এবং মানসিক সমাজিক কর্মী সুস্মিতা দাস। র‍্যালিতে অংশগ্রহণ করেন শহরাঞ্চলের আশা কর্মী ও জিএনএম নার্সিং প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষানবীশ নার্সরা। তাঁরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মানসিক স্বাস্থ্যের যত্ন, সহমর্মিতা এবং আত্মহত্যা প্রতিরোধ নিয়ে নানা শ্লোগান দেন। এরপর করিমগঞ্জ সিভিল হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় একটি সচেতনতামূলক কর্মশালা। জেলা মানসিক স্বাস্থ্য কর্মসূচির বিশেষজ্ঞরা উদ্বেগ, মানসিক চাপ ও হতাশার প্রভাব নিয়ে আলোচনা করেন এবং জানান—সময়মতো পরামর্শ, পারিবারিক সহায়তা ও সামাজিক সচেতনতার মাধ্যমেই আত্মহত্যা রোধ করা সম্ভব। কর্মশালায় বিশেষভাবে তুলে ধরা হয় টেলি-মানস কর্মসূচি, যা চব্বিশ ঘণ্টা বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান করে।

বক্তারা জানান, মানসিক চাপে ভোগা মানুষ এই কর্মসূচির টোল- ফ্রি নম্বর ১৮০০-৮৯১-৪৪১৬ এ ফোন করে গোপনীয়ভাবে মানসিক পরামর্শ নিতে পারবেন। কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা আত্মহত্যা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

Spread the News
error: Content is protected !!