বিশ্ব এইডস দিবস পালিত শ্রীভূমিতে

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : বিশ্ব এইডস দিবস উপলক্ষে রবিবার শ্রীভূমি জেলার করিমগঞ্জ সিভিল হাসপাতালে শ্রীভূমি জেলা এইডস নিয়ন্ত্রণ কার্যালয় ও জেলা স্বাস্থ্য সমিতির উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সহযোগিতায় ছিল আসাম রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি (এএসএসিএস)। অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট এইডস কন্ট্রোল অফিসার ডাঃ বিকে সরকার। তিনি এইডস রোগের ভয়াবহতা ও জেলায় নেশার প্রকোপ নিয়ে বক্তব্য রাখেন। পরে একটি র‍্যালি বের হয় হাসপাতাল চত্বর থেকে। এতে ডাঃ বিকে সরকার পতাকা নেড়ে র‍্যালির সূচনা করেন।  এতে এনএইচএম এর ডিপিএম মহম্মদ হানিফ কৌসর আলম, রিসোর্স পার্সন মাধবী দেব, মিঠুন রায়, সাহবাজ আহমেদ চৌধুরী, রাহুল দাস, টিআই এনজিও এর পিএম সাব্বির আহমেদ ও তার টিম, ডিআরপি বাবুল ঘোষ, শক্তি সিএসসি ২.০ টিম, জিএনএম নার্সিং স্কুলের ছাত্রী সহ অন্যান্যরা অংশ গ্রহণ করেন। শহরের বিভিন্ন পথ ঘুরে এই র‍্যালি নার্সিং স্কুলে এসে সমাপ্ত হয়।

বিশ্ব এইডস দিবস পালিত শ্রীভূমিতে

এছাড়াও আরও তিনটি পৃথক অনুষ্ঠান আয়োজিত হয় ওই দিবসে। নেহেরু যুব কেন্দ্র আয়োজিত যুব উৎসবে একটি এইডস সম্পর্কিত হেল্প ডেস্ক বসিয়ে যুব সমাজে এই রোগের ভয়াবহতার বার্তা পৌঁছানোর জন্য তথ্য পত্রক বিতরণ করা হয়। অপরদিকে দেশবন্ধু ক্লাবে টিআই প্রজেক্টে হাই রিস্ক গ্রুপের সদস্যদের মধ্যে এক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং পাথারকান্দি বিপিএইচসির আইসিটিসি কেন্দ্রে আরেকটি সচেতনতামূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

বিশ্ব এইডস দিবস পালিত শ্রীভূমিতে

Author

Spread the News