প্রশাসন ও রাজভাষা হিন্দি নিয়ে কর্মশালা আসাম বিশ্ববিদ্যালয়ে
বরাক তরঙ্গ, ২১ আগস্ট : আসাম বিশ্ববিদ্যালয়ের রাজভাষা সেলের উদ্যোগে বৃহস্পতিবার ‘প্রশাসন ও রাজভাষা হিন্দি’ শীর্ষক বিষয়ের ওপর একদিনের এক কর্মশালা আয়োজিত হয়। রাজা রামমোহন রায় প্রশাসনিক ভবনের প্রেমেন্দ্র মোহন গোস্বামী সভাকক্ষে আয়োজিত এই কর্মশালায় বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন টাউন অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্টেশন কমিটির সদস্য সচিব তথা ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক ড. সৌরভ ভার্মা।
কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে ড. ভার্মা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন। সরকারি ভাষা আইন, রাজভাষা ও রাষ্ট্রভাষার মধ্যে পার্থক্য বিশ্লেষণ করার পাশাপাশি প্রশাসনিক কাজে হিন্দি ভাষার ব্যবহার নিয়েও আলোচনা করেন। তাঁর অনবদ্য উপস্থাপনায় সরকারি নিয়মকানুন সম্পর্কে আলোকিত হন অংশগ্রহণকারীরা।
নিবন্ধক ড. প্রদোষ কিরণ নাথ বক্তব্য রাখতে গিয়ে সরকারি কাজে হিন্দি ভাষার প্রয়োগ বাড়ানোর ওপর জোর দেন। হিন্দি আধিকারিক ড. সুরেন্দ্র কুমার উপাধ্যায় সরকারি ভাষা নির্দেশিকা পালন নিশ্চিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান। এছাড়াও বক্তব্য রাখেন অনুবাদ আধিকারিক পৃথ্বীরাজ গোয়ালা, অনুবাদক মিলিরানি পাল প্রমুখ। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্রও প্রদান করা হয়। প্রসঙ্গত, এদিনের কর্মশালায় নবাগত কর্মীদের পাশাপাশি বিভিন্ন বিভাগের কর্মীরা অংশ নেন।