শ্রীভূমিতে বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পের কর্মশালা
জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : শ্রীভূমির নেতাজি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং মেরা যুব ভারত-এর সহযোগিতায় শ্রীভূমি শহরের সরস্বতী মহাবিদ্যালয়ে বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পের উপর এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীদের নিবন্ধনের মাধ্যমে কর্মশালার সূচনা হয়। তারপর অতিথিদের উত্তরীয় ও মোমেন্টো দিয়ে সম্মানিত করা হয়। এতে অতিথিরা প্রদীপ প্রজ্বলন ও স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান করে কর্মশালার সূচনা করেন। কর্মশালায় স্বাগত ভাষণ প্রদান করেন নেতাজী স্পোর্টিং ক্লাবের সম্পাদক দেবাশিস চন্দ্র দেব। এরপর অতিথি বক্তারা স্বচ্ছ ভারত মিশন, জল জীবন মিশন, আয়ুষ্মান ভারত, পিএমজেএওয়াই, পিএম বিশ্বকর্মা যোজনা ও পিএম মুদ্রা যোজনা নিয়ে বক্তব্য রাখেন। এতে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার- ফার্ম অ্যান্ড সোসাইটি অভিজিৎ দেব লস্কর, শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. অনুরুদ্ধ সেন, সরস্বতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ অঞ্জন গোস্বামী, মেরা যুবা ভারতের দেবব্রত দাস প্রমুখ।
কর্মশালায় রিসোর্স পার্সন রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় কুমার শীল ‘স্বচ্ছ ভারত’ ও ‘জল জীবন মিশন’ বিষয়ে বক্তৃতা দেন। পরবর্তীতে রিসোর্স পার্সন জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্রের এক্সটেনশন অফিসার সৌগত দেব দ্বিতীয় সেশন পরিচালনা করেন। তিনি বিস্তারিতভাবে পিএম মুদ্রা যোজনা ও বিশ্বকর্মা যোজনা তুলে ধরেন। তৃতীয় রিসোর্স পার্সন শিলচরস্থিত দক্ষিণ আসামের কর্মসংস্থান বিভাগের উপ-সঞ্চালক মনোজ কানু ‘আয়ুষ্মান ভারত’ ও ‘স্কিল ইন্ডিয়া মিশন’ নিয়ে কারিগরি সেশন পরিচালনা করেন। ওই অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্ব ও ক্যুইজ প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।
প্রোজেক্টরের মাধ্যমে ওয়ার্কশপ অন ফ্ল্যাগশিপ স্কিমের তথ্য উপস্থাপন করা হয় এবং শিক্ষার্থীরা তা আগ্রহের সঙ্গে গ্রহণ করেন। দিনশেষে অংশগ্রহণকারীরা লিখিত ফিডব্যাক প্রদান করেন। ওয়ার্কশপে নেতাজি স্পোর্টিং ক্লাব, ভূমিকা সহ বিভিন্ন ইয়ুথ ক্লাব এবং সরস্বতী মহাবিদ্যালয়ের মোট ৫৫ জন যুবারা অংশগ্রহণ করেন। এতে প্রত্যেক অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।সমাপনী অনুষ্ঠানে নেতাজি স্পোর্টিং ক্লাবের সম্পাদক শ্রীভূমির মেরা যুব ভারত, সরস্বতী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, অতিথি, রিসোর্স পার্সন, অনুষ্ঠানের মুখ্য ভূমিকা অংশগ্রহণকারী অনূরুদ্ধ নন্দী, সীমা দাস, দেবব্রত দাস ও যুবাদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ভৈরব বড়ুয়া। সবশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে।