ভাটায় কচিকাঁচা শিশুদের দিয়ে কাজ, ডিসিকে নালিশ গ্রামবাসীর
বেরাজালে ইটভাটা থেকে শিশুশ্রমিক উদ্ধার চাইল্ড প্রটেকশন বিভাগের____
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৫ মার্চ : নিলামবাজারের বেরাজাল গ্রামের লাভলি ব্রিক্স ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কচিকাঁচা শিশুদের টাকার লোভ দেখিয়ে ইটভাটার কাজে লাগানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি চাইল্ড প্রটেকশন বিভাগের কর্মকর্তারা ইটভাটায় অভিযান চালিয়ে এক স্কুল পড়ুয়াকে শ্রমিক হিসেবে কাজ করার সময় উদ্ধার করে। এরপর নিলামবাজার থানা, শ্রীভূমি পর্যন্ত দৌড়ঝাঁপ করে পরিবারের লোকরা ছেলেকে বাড়ি ফিরিয়ে আনেন। এতে ইটভাটার বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন স্থানীয় জনগণ ও একাধিক সামাজিক সংগঠন। এই অভিযোগে শ্রীভূমি, করিমগঞ্জ জেলা আয়ুক্ত, পুলিশ সুপার এবং শ্রমিক সহআয়ুক্তের কাছে নালিশ জানানো হয়েছে। প্রশাসনিক তরফ থেকে দ্রুত ব্যবস্থা না নিলে, আইনিভাবে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন অভিযোগকারীরা।
স্থানীয়দের অভিযোগ, ইটভাটার বর্তমান মালিক নিলামবাজার বনুগ্রামের বাসিন্দা। তিনি তার লোকজন দিয়ে গ্রামের গরিব কৃষকদের সন্তানদের টাকার লোভ দেখিয়ে কাজে লাগিয়ে নেন। শুধু তাই নয়, ইটভাটার সীমানা অতিক্রম করলেই গ্রামবাসীদের গবাদি পশু হত্যা করা হয় এমনও অভিযোগ তুলেন। ইতিমধ্যে বেশ কয়েকজন কৃষক তাদের গবাদি পশু হারানোর অভিযোগ করেছেন।

এমন কাণ্ডের প্রতিবাদে গ্রামবাসীরা শতাধিক স্বাক্ষর সম্বলিত অভিযোগপত্র জেলা আয়ুক্ত, শ্রমিক আয়ুক্ত ও পুলিশ সুপারের কাছে দিয়েছেন। একই সঙ্গে স্থানীয় চক্রাধিকারিককেও স্মারকপত্রের প্রতিলিপি দেওয়া হয়েছে। এছাড়া, এর প্রতিবাদে সোচ্চার হয়েছে “মীরাদিঘীরপার আজাদ হিন্দ” ও “জনতার আওয়াজ” নামে দুইটি স্থানীয় এনজিও, নিলামবাজার আঞ্চলিক ক্লাব ও দক্ষিণ করিমগঞ্জ বিজেপির মাইনোরোটি মোর্চার সভাপতি সহ একাধিক জনপ্রতিনিধি।

এ নিয়ে ইটভাটার মালিকের কোন মন্তব্য পাওয়া যায়নি।
