লঙ্কায় কাঠের লগ বাজেয়াপ্ত বন বিভাগের

পিএনসি, লঙ্কা।
বরাক তরঙ্গ, ২০ মার্চ : লঙ্কায় কাঠের চোরাচালান অব্যাহত রয়েছে। উদালীর চৌরঙ্গীর মাঠে পরিত্যক্ত অবস্থায় অবৈধ কাঠ পাওয়া গেছে। কাঠের লগ বাজার মূল্য এক লাখ টাকার ওপরে। অবৈধ কাঠের ব্যবসা লঙ্কা বন বিভাগ দ্বারা পরিচালিত হলেও বন বিভাগ সন্দেহ করছে যে কার্বি আংলং থেকে কাঠ পাচার করা হয়েছিল। কাঠের লগগুলো নিয়ে আসা হয়েছে বন বিভাগের কার্যালয়ে। এদিকে, লঙ্কা বন বিভাগ প্রতিদিন বিভিন্ন এলাকায় অবৈধ কাঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

লঙ্কায় কাঠের লগ বাজেয়াপ্ত বন বিভাগের

Author

Spread the News