উদ্বোধনের ৬ মাসের মধ্যেই বরপেটা রোডের অটল উড়াল সেতুতে গর্ত
বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : দুর্নীতির ক্ষেত্রে শূন্য সহনশীল বলে সর্বদা ঢাক ঢোল পিটিয়ে থাকা সরকারের দিনে চরম দুর্নীতির অভিযোগ। বরপেটা রোডের অটল উড়াল সেতুর জরাজীর্ণ রূপ দেখে ভীতিগ্রস্ত সাধারণ মানুষ। উদ্বোধন হওয়ার ছয় মাসের মধ্যে দুই দুইবার মেরামতি করার পরও প্রকাণ্ড গর্ত দেখা দিয়েছে বরপেটা রোডের উড়ন সেতুটিতে।

গত প্রায় ছয় মাস আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছিলেন উড়াল সেতুটি। মাত্র ছয় মাস হওয়ার আগেই ভেঙ্গে বিশাল আকারের গর্ত দেখা দিয়েছে সেতুটিতে। এরই মধ্যে দুবার মেরামতি করা হয়েছে যদিও কর্মক্ষেত্রে সেটা শূন্য বলে প্রমাণিত হয়েছে ইতিমধ্যে। অসমের একটি প্রথমসারির নির্মাণ কোম্পানি অনুপম নির্মাণ প্রাইভেট লিমিটেড কোম্পানি পেয়েছিল ঠিকা কিন্তু তাদের অর্থাৎ ANPL এর কাজের নমুনা দেখে হতবাক হয়ে পড়েছে সাধারণ মানুষ।
বর্তমান সেতুটির মধ্যে দেখা দেওয়া গর্তের ফলে যেকোনো মুহুর্তে হতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা এমন আশঙ্কা জনমনে।
