কড়া নিরাপত্তায় শিলচর থেকে নয়জনের দেহ নিয়ে জিরিবামের উদ্দেশ্যে রওয়ানা

এস চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : কড়া নিরাপত্তায় শিলচর মেডিক্যাল থেকে নয়জনের দেহ নিয়ে জিরিবামের উদ্দেশ্যে রওয়ানা দিলেন পরিবারের লোকরা। জাতিদাঙ্গা ও হিংসায় প্রাণ হারানো নয়জনের দেহ নিয়ে যাওয়া হলো নিজ গ্রামে। শুক্রবার সকালে অসম এবং মণিপুর পুলিশের কড়া পাহারায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মৃতদেহগুলো নিয়ে পরিবারের লোকেরা রওয়ানা হলেন।

উল্লেখ্য, ১১ নভেম্বর দুষ্কৃতিরা পুড়িয়ে মেরেছিল বড়বেকড়া এলাকার দুই প্রবীণকে। ওই এলাকার একই পরিবারের অপহৃত ছয়জনের মৃতদেহ উদ্ধার হয় বরাকের জলে। ১৭ নভেম্বর পুলিশের গুলিতে জিরবামে নিহত হয়েছিলেন প্রতিবাদকারী এক মৈতেই যুবক। এই নয়জনের মৃতদেহ এবার শেষকৃত্যের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মর্গে রাখা ছিল দেহগুলো।

কড়া নিরাপত্তায় শিলচর থেকে নয়জনের দেহ নিয়ে জিরিবামের উদ্দেশ্যে রওয়ানা

মণিপুরি সম্প্রদায়ের লোকেরা জানিয়েছেন, মৃতদেহ নিয়ে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় তাদের শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে। রংপুর থেকে শুরু করে লক্ষীপুর, রাস্তায় বিভিন্ন জায়গায় থামানো হবে গাড়ি এবং সেখানেই শেষ শ্রদ্ধা জানাবেন এলাকার লোকেরা। তবে কিছু কিছু জায়গায় পুলিশ স্থানীয় লোকেদের অনুমতি দেয়নি বলে জানা গেছে।

কড়া নিরাপত্তায় শিলচর থেকে নয়জনের দেহ নিয়ে জিরিবামের উদ্দেশ্যে রওয়ানা

Author

Spread the News