জয়ী আপার হিল নাগাখাল

শামিম বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৬ জুন : কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমি আয়োজিত নাইন-এ সাইড ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল আপার হিল নাগাখাল দল। সোমবার তারা টাইব্রেকারে ৪-২ গোলে হারায় রাজঘাট এফসি-কে।

এদিন ম্যাচ সেরা হন নাগাখাল দলের গোলরক্ষক ডিমস লাথাম। তাঁর হাতে ম্যাচ সেরা পুরস্কার তুলে দেন অবসরপ্রাপ্ত বিদ্যুৎকর্মী সুশিল পাল এবং অবসরপ্রাপ্ত পুলিশকর্মী হিটলার সিনহা। ম্যাচ পরিচালনা করেন কামরুজ্জামান লস্কর, শামিম আহমেদ বড়ভূইয়া, শঙ্কর ভট্টাচার্য এবং জাফর বড়ভূইয়া।
আগামীকাল এনজি ক্লাব নগদীরগ্রামের মুখোমুখি হবে কালাখাল এফসি।

জয়ী আপার হিল নাগাখাল
জয়ী আপার হিল নাগাখাল
Spread the News
error: Content is protected !!