জাতীয় ভোভিনাম মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপে কাছাড়ের সাহাস্রার সোনা জয়
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : গত ৮ সেপ্টেম্বর দিল্লির টালকাটোরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ১৪তম জাতীয় ভোভিনাম মার্শাল আর্ট প্রতিযোগিতায় ২৭টি রাজ্য থেকে আসা প্রায় ৭০০ জন প্রতিযোগীদের মধ্যে আসাম দলের কাছাড় ভোভিনাম অ্যাসোসিয়েশনের থেকে প্রশিক্ষণার্থী সাহায্য রায় জুনিয়র বয়েজ ৫৪-৫৫ কেজি বিভাগে স্বর্ণপদক অর্জন করেছেন।
১৪তম জাতীয় ভোভিনাম মার্শাল আর্ট প্রতিযোগিতায় সাহাস্র রায় সোনার পদক জয়ী হওয়াতে কাছাড় জেলা ভোভিনাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রামজয় দাস খুশি ব্যক্ত করে বলেন, সুদীর্ঘ দিনের ভোভিনাম খেলার সাহাস্র রায়ের পরিশ্রম ও একাগ্ৰতার কারণে এই সোনার পদক জয়ী হয়েছেন। সাহাস্র রায়ের আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যতের জন্য কামনা করেন।