ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা, গ্রেফতার স্বামী
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : স্বামীর দা-এর কোপে প্রাণ হারিয়েছেন তাঁর স্ত্রী। বৃহস্পতিবার বোকাজানে সংঘটিত হয়েছে এই নৃশংস হত্যাকাণ্ডটি। বোকাজান থানার অন্তর্গত হাতিগড় কাওয়ারাম গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে।
জানা গেছে, তপন কাকতি নামের এক ব্যক্তি তাঁর শোয়া অবস্থায় থাকা স্ত্রীকে দা দিয়ে গলায় কোপ মেরে গুরুতরভাবে আঘাত করেন। এরপর বোকাজান পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত স্ত্রীকে বোকাজান সিভিল হাসপাতালেই চিকিৎসার জন্য নিয়ে যায়, তবে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে বোকাজান পুলিশ স্ত্রীহত্যাকারী তপন কাকতিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।