নদীতে দুই শিশু মাছ ধরতে গিয়ে দেখতে পায় ভাসছে লক্ষ লক্ষ টাকা ভর্তি ব্যাগ, হুলস্থুল
বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : মাছ ধরতে গিয়ে দেখা যায় মাছের বদলে নদীর বুক থেকে ভেসে উঠছে টাকা। ব্রহ্মপুত্র নদে একের পর এক বান্ডিল টাকার ভেসে ওঠায় চারিদিকে শুরু হয়েছে চাঞ্চল্য। এমনকি স্থানীয় পুলিশও পড়েছে বিপাকে, টাকা গুনে শেষ হচ্ছে না।
ঘটনাটি ঘটেছে নলবাড়ি জেলার বরক্ষেত্রী এলাকার শিয়ালমারি চর-এ। প্রাপ্ত তথ্য অনুসারে, বরক্ষেত্রী এলাকার শিয়ালমারি চরের দুই শিশু মাছ ধরতে গিয়ে দেখতে পায় একটি পলিথিন ব্যাগ। সেই ব্যাগের ভেতরে ছিল বান্ডিলের পর বান্ডিল টাকা। ব্রহ্মপুত্রের বুকে ভেসে আসা টাকার বান্ডিল দেখে আতঙ্কের সঙ্গে সঙ্গে হৈচৈ পড়ে যায় এলাকায়। কারণ কেবল একটি বান্ডিল নয়, ভেতরে ছিল লাখ লাখ টাকা।
ঘটনা প্রত্যক্ষ করার পর স্থানীয় কিছু সচেতন মানুষ খবর দেয় শিয়ালমারি চর পুলিশকে। পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে টাকার বান্ডিলগুলো বাজেয়াপ্ত করে। প্রায় ১০ লক্ষাধিক টাকা কে বা কেন পলিথিনে ভরে ব্রহ্মপুত্রের বুকে ছেড়ে দিয়েছে, তা নিয়ে আলোচনা চলতে থাকে। কিন্তু পরে বাজেয়াপ্ত হওয়া নোটগুলো জাল বলে শনাক্ত করে পুলিশ ও স্থানীয়রা।
পুলিশের পাশাপাশি সাধারণ মানুষও এই ঘটনায় হতবাক। পুলিশের সন্দেহ, কোনও দুষ্টচক্র সহজে মানুষকে প্রলুব্ধ করার জন্য, অথবা জাল নোট চক্র নিজেদের স্বার্থে নদীর পথ ব্যবহার করছে।
বাজেয়াপ্ত হওয়া নোট পুলিশ থানায় নিয়ে যায়। মোটের ওপর চরাঞ্চলের নদীর বুক থেকে লাখ লাখ ৫০০ টাকার জাল নোট উদ্ধারের ঘটনায় হাসি-তামাশার আবহ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। পুলিশের তদন্তে আরও তথ্য প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন,
“ছোট ছোট বাচ্চাই প্রথমে খুঁজে পায়। ছেলে-মেয়ে দুজন মাছ ধরতে গিয়ে দেখে পলিথিন একটা ভেসে আসছে। তারা তুলে দেখে ভেতরে টাকা। তখনও বুঝতে পারে না আসল না নকল। তারা মাকে গিয়ে জানায়, টাকা পেয়েছে। এরপর খবর ছড়িয়ে পড়ে, সবাই জানতে পারে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ আসার পরেই বুঝতে পারি টাকাগুলো নকল।”