“তোমার নাম কি” জোর চর্চা কালাইনে
বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : কার নাম কে জানতে চায় এনিয়ে জোর চর্চা শুরু হয়েছে কালাইনে। গোটা কালাইনে একটি চর্চিত বিষয় হয়ে দাড়িয়েছে “তোমার নাম কি”।
শুক্রবার সকালে কালাইন বাজারের বিভিন্ন বিদ্যুতের খুঁটিতে দেখা যায় সাইনবোর্ড লাগানো রয়েছে। আর এই সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা রয়েছে “তোমার নাম কি”। কোন কোন জায়গায় আবার লেখা রয়েছে “তুমহারা নাম কেয়া হে”। কি কারনে বা কোন উদ্দেশ্যে এই সাইনবোর্ডটি লাগানো হয়েছে এ নিয়ে কৌতূহল দেখা দিয়েছে জনমনে। অনেক চেষ্টা করার পরও কেওই এ ব্যাপারে কিছুই জানতে পারেননি।
