সপ্তাহদিন ধরে নিখোঁজ বিহাড়ার যুবক

বরাক তরঙ্গ, ৭ জুলাই : সপ্তাহদিন ধরে নিখোঁজ রয়েছেন বিহাড়ার এক যুবক। গত ২৯ জুন থেকে  নিখোঁজ কালাইনের বিহাড়া দ্বিতীয় খণ্ডের বাসিন্দা মনোজিৎ দাস (৩৮)। বাড়ি থেকে নিখোঁজ হন মনোজিৎ। এনিয়ে তার স্ত্রী পূর্ণিমা দাস বিহাড়া পুলিশ ফাঁড়িতে একটি এজাহার দায়ের করে স্বামীকে খোঁজে বের করার আবেদন জানান। যদি কেউ দেখে থাকেন তাহলে নিকটবর্তী থানায় জানানোর আহবান জানিয়েছেন পূর্ণিমা।

Author

Spread the News