আজ করিমগঞ্জে আসছেন জলসম্পদ মন্ত্রী
বরাক তরঙ্গ, ২৩ জুন : আজ, রবিবার করিমগঞ্জে আসছেন জলসম্পদ মন্ত্রী তথা করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী পীযূষ হাজরিকা। বিকেল ৪টায় করিমগঞ্জ জেলায় পৌঁছে মন্ত্রী বদরপুর ও করিমগঞ্জে নদী ভাঙন ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন। তারপর ওইদিনই বিকাল ৫টায় মন্ত্রী জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে নদী ভাঙন ও বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক আধিকারিক ও বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করবেন।
পরদিন সোমবার মন্ত্রী করিমগঞ্জ ও কাছাড় জেলার নদী ভাঙন ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন এবং বেলা ২টায় বিমান যোগে গুয়াহাটি ফিরে যাবেন।